হোম > ছাপা সংস্করণ

এক বিদ্যালয়ে অনেক কিছুর শিক্ষা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

দূর থেকে চোখে পড়বে বিদ্যালয়টির ছাউনি ও দেয়ালে রংধনুর সাত রঙে আঁকা ছবি। বিদ্যালয়টির এক পাশে ঝরনা আছে। ঝরনার চারপাশে আছে ফুলের বাগান। শ্রেণিকক্ষের ভেতরে এবং বারান্দায় বিভিন্ন রঙে আঁকা ছবি। আছে বিভিন্ন মনীষীর শিক্ষামূলক বাণীও।

এই চিত্র চোখে পড়বে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে উপজেলার প্রথম সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার বিদ্যালয় রুকিন্দীপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাকালে দরিদ্র পরিবারের অনেক শিশু ঝরে পড়ছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম এই প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়ে এই মানবচিত্র আর বাণীর মাধ্যমে কৌশলী পাঠদান পদ্ধতিতে শিক্ষার্থীরা বইমুখী করতে ওই উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়টির এমন কারুকার্যে অভিভাবকেরাও অনেক খুশি।

ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, বিদ্যালয়টির টিনের ছাউনি ও সামনের দেয়ালজুড়ে আছে রঙিন রংধনু আঁকা ছবি। বারান্দায় সততা স্টোর, মহানুভবতার দেয়াল, লস্ট অ্যান্ড ফাউন্ড বক্স, সচেতনতা গ্যালারি, নারী নির্যাতন ও করোনা প্রতিরোধবিষয়ক টিপস এবং আছে অভিযোগ বক্স।

বিদ্যালয়টির প্রাক প্রাথমিক শিশু শ্রেণিজুড়ে রয়েছে ফল, ফুল এবং সৌরজগতের চিত্র। ওই কক্ষের নামকরণ করা হয়েছে ‘শিশু স্বর্গতে স্বাগতম’। বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণিকক্ষের ভেতরের দেয়ালজুড়ে মানবচিত্রের পাশে লেখা রয়েছে ১৯৪৭ সালের ভারত পাকিস্তান বিভক্তি ও স্বাধীনতা, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালে সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণের কয়েক লাইন। এ ছাড়া নৈতিক শিক্ষা গ্যালারিতে আছে নীতি বাক্য।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান আক্কেলপুর উপজেলায় যোগদান করেন। এরপর থেকেই তাঁর তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিশু শ্রেণিতে টাইলস, পতাকা বেদিতে টাইলস, স্কুলে শহীদ মিনার নির্মাণ, শিশুপার্ক নির্মাণ, করোনাকালীন শিশুদের ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, বিজ্ঞান উপকরণ সরবরাহ, করোনাকালীন শিশুদের পড়াশোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য অনলাইনে ক্লাস নেওয়াসহ শিক্ষাবান্ধব সরকারের প্রতিটি শিক্ষাভিত্তিক এজেন্ডা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে প্রাথমিক শিক্ষা অফিস।

আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বলেন, উপজেলার শিশুদের মধ্যে সুশাসন ও শুদ্ধাচার চর্চা, নীতি নৈতিকতার চর্চা, দেশপ্রেম মানবিক মূল্যবোধ, নেতৃত্বের বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশ এবং মানসম্মত শিক্ষা এবং শিশুদের অধিকার ও সুরক্ষায় সুশাসন ও শুদ্ধাচার কার্যক্রমটি ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করা হয়েছে, যা পর্যায়ক্রমে উপজেলার অন্য বিদ্যালয়গুলোতেও শুরু করা হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিশন ২০৪১ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেই পরিপ্রেক্ষিতেই প্রাথমিক পর্যায় থেকে অর্থাৎ যেখান থেকে শিশুদের ডেভেলপমেন্ট শুরু হয়, সেখান থেকেই আমরা এটা শুরু করছি। তাদের বেজমেন্টটা ২০৪১ সালে উন্নত বাংলাদেশের নেতৃত্ব এই জেনারেশনকে দেবে। সেই কারণেই পরিকল্পনা হলো যে বাচ্চাদের আধুনিক মননশীলতা, নীতি নৈতিকতায়, চারিত্রিক সততায়, তাঁদের উন্নত মানুষ হিসেবে তৈরি করা। এই জন্যই সুশাসন ও শুদ্ধাচার এবং শিশু সুরক্ষা সেল অ্যাপ এই উপজেলায় বাস্তবায়ন করছি। যা পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ