জামালপুরের দেওয়ানগঞ্জে হজরত দেওয়ান শাহ (রহ.) এর বার্ষিক উরস উপলক্ষে সামা কাওয়ালি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ইসলামি সাধক দেওয়ান শাহর উরস উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে এই সামা কাওয়ালি গানের আয়োজন করে দেওয়ান শাহ বাবার সংগঠন।
গত বৃহস্পতিবার রাত ১০টায় পৌর শহরের উন্মুক্ত মঞ্চে সামা কাওয়ালি গানের আসর হয়।
অনুষ্ঠানে সামা কাওয়ালি পরিবেশন করেন শিল্পী দেওয়ান শাহ আলম সরকার ও ইভা সরকার। সামা কাওয়ালি গানের অনুষ্ঠান দেখতে সন্ধ্যা থেকেই দূর দুরান্ত থেকে হাজারো দর্শক শ্রোতার সমাগম ঘটে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনুষ্ঠান স্থল কানায় কানায় ভরে উঠে। মধ্যরাত পর্যন্ত চলে এই সামা কাওয়ালি গানের আসর। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ।