প্রথমবারের গুলি মিস হওয়ার আড়াই সেকেন্ড পর পরের গুলিটি করা হয়। এ সময়ের মধ্যে নিরাপত্তাকর্মীরা যদি আরেকটু তৎপর হতেন, তাহলে বাঁচানো যেত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। বন্দুকধারীর গুলিতে আবের নিহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ মন্তব্য করেছেন জাপানি এবং আন্তর্জাতিক ৮ জন নিরাপত্তা বিশ্লেষক। এ ব্যর্থতাকে জাপানে ধারাবাহিক নিরাপত্তা ত্রুটির বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
৮ জুলাই নির্বাচনী প্রচারের সময় বন্দুকধারীর গুলিতে আহত হন জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা এ প্রধানমন্ত্রী। পরে ওই দিনই হাসপাতালে মারা যান তিনি। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, নিরাপত্তাকর্মীদের গাফিলতির কারণে হামলাকারী আবের এত কাছে আসতে পেরেছিলেন। প্রথম গুলি করার সময় হামলাকারী আবের ৭ মিটার দূরে ছিলেন। দ্বিতীয় গুলি করার সময় ছিলেন ৫ মিটার দূরে।
জাপানে বন্দুক হামলার ঘটনা বিরল। হামলার এ ঘটনায় নিরাপত্তা ত্রুটির কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তদন্ত শুরু করেছে পুলিশ।