সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।
চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম খান এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সিহাব, ফেরদৌস সরকার শামিম প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে আন্ডারপাস নির্মাণের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।