হোম > ছাপা সংস্করণ

৩ সিনেমার অপেক্ষায় ঐশী

২০১৮ সালের কথা। ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছিল ‘পোড়ামন টু’। জীবনে প্রথম সিনেমা দেখতে হলে গিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমা শেষে হলের সামনের সিঁড়িতে একা দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুললেন তিনি। ঠিক চার বছর পর সেই স্টার সিনেপ্লেক্সের সামনে আবারও ছবি তুললেন। তবে এবার আর একা নন, পেছনে ছিলেন শখানেক দর্শক। সিনেমা শেষে নায়িকা ঐশীর সঙ্গে ছবি তুললেন তাঁরা।

এ বছর মুক্তি পেয়েছে ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। তাঁর শৈশবের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ঐশী বলেন, ‘টিভিতে সিনেমা দেখে দেখে ছোটবেলায় স্বপ্ন দেখতাম নায়িকা হব। মনে মনে এও ভাবতাম, পর্দায় নিজেকে দেখার স্বপ্ন কি কখনো পূরণ হবে? সেই স্বপ্নটাই এবার পূরণ হলো আমার।’

এর জন্য অপেক্ষাও কম করতে হয়নি। করোনার জন্য ঐশীর তৈরি হওয়া তিন সিনেমা মুক্তি পেতে বিলম্ব হচ্ছিল। পরিচিতজনদের এক প্রশ্ন, কবে বড় পর্দায় পাওয়া যাবে তাঁকে? ঐশী উত্তর দিতে পারেননি। অপেক্ষা করেছেন। ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাব এসেছে কিন্তু অভিনয় করেননি। নিজেকে নায়িকা হিসেবেই বড় পর্দায় দেখতে চেয়েছেন বরাবর। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় ঐশী অভিনীত দুই সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’, দুই সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। ঐশী বলেন, ‘সিনেমা দুটি পরপর মুক্তি পেয়েছে, ভালো সাড়া পেয়েছি। “মিশন এক্সট্রিম” সিনেমা বেশ আলোচিত হয়েছে। “রাত জাগা ফুল” সিনেমাটিও খুব প্রশংসিত হয়েছে। অভিনয়টা আরও শিখতে চাই, অভিনয় নিয়েই থাকতে চাই।’

গত আট মাসে মুক্তির তালিকায় জমেছে ঐশীর আরও তিন সিনেমা। আগামী মাসে ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। ‘নূর’ ও ‘আদম’ নামের আরও দুটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারণের অপেক্ষায় আছে। ঐশী বলেন, ‘সিনেমা তিনটি আমার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। তিনটি সিনেমাই ভালো হয়েছে।’

এখন পর্যন্ত আরিফিন শুভর বিপরীতে সর্বাধিক তিনটি সিনেমায় অভিনয় করেছেন ঐশী। সহশিল্পী হিসেবে শুভকে নিয়ে ঐশী বলেন, ‘অসম্ভব রকমের ভালো একজন মানুষ ও অভিনেতা তিনি। শুটিং স্পটে অবসর পেলেই মজা করেন, গল্প করেন। কিন্তু, ক্যামেরার সামনে একেবারেই অন্য মানুষ। ওই সময় অভিনয়টাই তাঁর কাছে সব। কাজের সময় শতভাগ সিরিয়াস।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ