কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের একজন মামলায় এজাহারভুক্ত আসামি। অপরজনের নাম তদন্তে উঠে এসেছে। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা হত্যার মামলায় এজাহারে উল্লেখ থাকা ৮ নম্বর আসামি জিসান মিয়াকে সদর উপজেলার পাঁচথুবি এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
অপর দিকে মামলা সংশ্লিষ্ট তদন্তে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু (১৯) নামে এক তরুণের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁকে দেবিদ্বার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
আটক দুজনকে গতকাল সোমবার আদালতে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
কাউন্সিলর সোহেল ও হরিপদ হত্যার ঘটনায় এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হলো।
নিহত কাউন্সিলরের ভাই সৈয়দ রুমন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। এতে ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করা হয়।