চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলার ৫৮৫ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব দেওয়া হয়।
২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ, মসুর, চীনা বাদাম ও সূর্যমুখী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি অফিস।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক সভাপতিত্ব করেন।