হোম > ছাপা সংস্করণ

শাহরাস্তিতে যানজট নিরসনে প্রচার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যানজট নিরসন ও সড়কে সচেতনতা তৈরিতে প্রচার চালিয়েছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় এ প্রচার চালানো হয়। এ সময় চালক ও পরিবহনশ্রমিকদের মধ্যে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে মাইকিং করেন ওসি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরও প্রতিদিন যাত্রীদের যানজটে দুর্ভোগে পড়তে হয়। সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক প্রভৃতি যান কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো পার্ক করায় যানজটের সৃষ্টি হয়। জনসাধারণের ভোগান্তি কমাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান সড়কে দাঁড়িয়ে যানবাহনগুলো সঠিকভাবে চলাচলের দিকনির্দেশনা দেন। এ ছাড়া মাইকিং করে বাস ও অটোরিকশাচালক এবং শ্রমিকদের করণীয় সম্পর্কে অবহিত করেন তিনি। ট্রাফিক পুলিশের পাশাপাশি শ্রমিকদের সঙ্গে লাইনম্যানের দায়িত্ব পালন করেন।

এ সময় তিনি চালক ও যাত্রীদের মাস্ক পরিধান, গাড়িতে অতিরিক্ত যাত্রী না নেওয়া, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পার্কিং বন্ধ, গাড়িতে নির্ধারিত হর্নের বাইরে অন্য কোনো হর্ন ব্যবহার না করা, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা, গাড়িতে সাউন্ড সিস্টেম সংযোগ করে গান না বাজানো, বিকন লাইট বা ফগ লাইট সংযোজন না করা ও খিলাবাজার এলাকার রাস্তায় অযথা পার্কিং এবং যানজট সৃষ্টি না করার অনুরোধ ও নির্দেশনা দেন।

এ ব্যাপারে আবদুল মান্নান জানান, যানজটের কবল থেকে যাত্রীদের মুক্তি দিতে চেষ্টা চালানো হচ্ছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দোয়াভাঙ্গা এলাকার যানজট নিরসনে স্থায়ী উদ্যোগ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ