ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী আশাবাড়ি ও বাঁশতলী এলাকায় মাদক সেবনের দায়ে মোটরসাইকেল আরোহী ছয় যুবকের পাঁচ দিনের কারাদণ্ড হয়েছে। এ সময় অপর একজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া অভিযানে ৩২০টি ইয়াবা বড়ি ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় উপজেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আশাবাড়ি ও বাঁশতলী এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ওই এলাকায় মাদক সেবন করে আসা ছয় মোটরসাইকেল আরোহীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
সাজাপ্রাপ্তরা হলেন সজীব দাস (২৬), আফনান মিয়া (২৩), সেলিম মিয়া (২৮), জানু মিয়া (৩২), খোরশেদ আলম (২৫) ও মনির মিয়া (২৬)।
এ ছাড়া অভিযানে বাঁশতলী এলাকার মালু মিয়ার বাড়ি থেকে ৩২০টি ইয়াবা বড়ি ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মালু মিয়া পালিয়ে যান। পরে মালু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।