নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ সরকারের বিদায় এখন গণদাবি। নির্বাচনের আগে এই সরকার পদত্যাগ না করলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিদায় করতে হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য কমানো এবং সরকারের পদত্যাগের দাবিতে নাগরিক নারী ঐক্য আয়োজিত মানববন্ধনে মান্না এসব কথা বলেন।
মান্না বলেন, ‘সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সবার কাছে বলি—এখনই সময়। এই সরকার নিশ্বাস নেওয়ার সুযোগ পায় না। এই সরকার আগের মতো গুলি চালাবার সাহস পায় না।’
মান্না আরও বলেন, ‘এই সরকার এমনি এমনি যাবে না। এবার আমরা যখন নামব, এদের খবর করে ছাড়ব। এই খবর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ সিনিয়র নেতারা।