হোম > ছাপা সংস্করণ

তুচ্ছ ঘটনায় খুন হয় ফাহিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলীতে মেলায় ধাক্কাধাক্কির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিক উত্তেজনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কিশোর শাহরিয়ার নাজিম জয় ওরফে ফাহিম (১৫)।

এ ঘটনায় পুলিশ ছুরিকাঘাতকারী ১৪ বছরের এক কিশোরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।

গ্রেপ্তার কিশোর কিশোরগঞ্জের নিকলী থানার শাহপুর গ্রামের বাসিন্দা। সে নগরীর পাহাড়তলী থানার বারকোয়ার্টার এলাকায় থাকে।

সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গত শুক্রবার রাতে ফাহিম তার বন্ধু অভির সঙ্গে হালিশহরে ঈদ বস্ত্রমেলায় যায়। এ সময় অভির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে অজ্ঞাতপরিচয় কিশোরেরা। তখন অভি ফোন করে তার বন্ধুদের বিষয়টি জানায়। পরে রাত সাড়ে ১০টার দিকে পাহাড়তলী থানার ঈদগাঁও কাঁচা রাস্তার মোড়ে মীমাংসার জন্য দুই পক্ষ জড়ো হয়। প্রতিপক্ষের অন্তত ১০-১২ জন সেখানে উপস্থিত ছিল।

উভয় পক্ষের কথাবার্তার একপর্যায়ে উত্তেজনা থেকে ছুরি বের করে ফাহিম ও তার বন্ধু জয়নাল আবেদীন ইমনকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গত রোববার নিহত কিশোরের বাবা মো. জহির বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার ভোরে পুলিশ ওই কিশোরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় তার বন্ধুর বাসা থেকে রক্তমাখা ছুরিসহ দুটি ছুরি জব্দ করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ