ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বেড়াজালে ৩৪ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরশালেপুর এলাকা থেকে শান্ত হালদার (৫০) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
শান্ত হালদার জানান, গতকাল সকালে তাঁর দলবল নিয়ে নদীতে বেড়াজাল ফেলেন। পরে জাল তুলতে গিয়ে এই বড় আকারের মাছটি তাঁদের নজরে আসে। এত বড় মাছ এবারই প্রথম পেয়েছেন বলে জানান তিনি।
শান্ত আরও বলেন, ‘মাছটিকে চরভদ্রাসন বাজারে নিলে মাছের আড়তদার রিপন হালদার ৩৭ হাজার টাকায় কিনে নেন।
রিপন হালদার বলেন, ‘আমি মাছটি কিনে বিশ ভাগ করে বিক্রি করেছি। প্রতি ভাগ মাছ দুই হাজার টাকা করে বিক্রি করেছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, ‘বাগাড় মাছ পুষ্টিকর ও খেতে বেশ সুস্বাদু। সম্প্রতি পদ্মার পানি কমতে শুরু হওয়ায় বড় বড় মাছের দেখা মিলছে।