হোম > ছাপা সংস্করণ

পলাতক আসামি নিলেন ইউপি সদস্যের শপথ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার বালুচর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হন আফজাল হোসেন। এরপর গত সোমবার উপজেলার অডিটরিয়ামে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ মোট ১৬৮ ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনসহ অনেকে। শপথ অনুষ্ঠানে উপজেলা ও পুলিশ প্রশাসনের সামনেই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফজাল হোসেনের শপথ নেওয়াকে কেন্দ্র করে এলাকায় চলছে আলোচনার ঝড়।

জানা যায়, উপজেলার বালুচর ইউপির আকবরনগর এলাকায় টেঁটা সংঘর্ষের ঘটনায় আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইমরান খান বলেন, ‘গত দুই দিন আগ পর্যন্ত তাঁর জামিন হয়েছে কি না আমি জানি না। জামিনের কোনো কাগজ থানায় আসেনি। তবে তিনি শপথ নিয়েছেন কি না আমার জানা নেই। তাঁকে আমরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘শপথ গ্রহণের সময় আফজাল হোসেন সবার সঙ্গে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন। আফজাল ওয়ারেন্টভুক্ত আসামি কি না সে বিষয়ে আমার জানার কথা না। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। আমি শুধু শপথ পড়িয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ