হোম > ছাপা সংস্করণ

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরুর গাড়িতে ধাক্কা লেগে মোজাম্মেল হক বিশ্বাস (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাথানগাছি বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা বেলেমাঠ গ্রামের বাসিন্দা ছিলেন।

মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুর রহমান জানান, গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তাঁর নিজ মোটরসাইকেল করে মহেশপুর শহরে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বেলেমাঠ এলাকায় একটি সড়কে মোড় নিতে গিয়ে ধান টানা গরুর গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে পৌঁছানোর আগে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধান টানা গরুর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বিশ্বাস নিহত হয়েছেন শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত বীর মুক্তিযোদ্ধাকে পুরোপুরি রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ