আগামী ১৭ এপ্রিলের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। গতকাল শনিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত ঢাকা পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় তিনি এ কথা জানান।
গতকাল বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল মিলনমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চলে ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ২১টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মেলায় সাড়ে ৩ হাজারের বেশি বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
মিলনমেলার শুরুতে ‘যদি রাত পোহালেই শোনা যেতো, বঙ্গবন্ধু মরে নাই’ গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বিকেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী ও রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র ও সনদের দাবি দীর্ঘদিনের। আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাঁদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে। এই ডিজিটালাইজড পরিচয়পত্রে আট ধরনের বারকোড থাকবে। এই পরিচয়পত্র মেশিনে ধরা হলেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন স্থিরচিত্র ভেসে উঠবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কুৎসা রটিয়ে বিতর্কিত করার চেষ্টা হয়েছে মুক্তিযোদ্ধাদের। শত শত মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে, বিনা অজুহাতে হত্যা করা হয়েছে। এখনো মুক্তিযুদ্ধে বিরোধী ষড়যন্ত্রকারীরা বসে নেই।’
মিলনমেলায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন; বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক; প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা, সাংসদ সালমান এফ রহমান; মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান; দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান; সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মিলনমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম প্রমুখ।