হোম > ছাপা সংস্করণ

বিটিভির এইচডি সম্প্রচার শুরু চালু হচ্ছে আরও ৬টি চ্যানেল

শুরু হলো বিটিভির এইচডি সম্প্রচার। ফলে আরও স্বচ্ছভাবে দেখা যাবে চ্যানেলের সব অনুষ্ঠান। ২৫ ডিসেম্বর বিটিভির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে চ্যানেলটি। সন্ধ্যায় বিটিভির ঢাকা কেন্দ্রে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে বিটিভির এইচডি সম্প্রচারের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি বিটিভি ভবনে বঙ্গবন্ধু কর্নার, রং-তুলিতে বঙ্গবন্ধু চিত্রকর্মেরও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এ সময় তিনি বিটিভির আরও ৬টি নতুন চ্যানেলের ঘোষণা দেন।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন এবং বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ বিশেষ অতিথির বক্তব্য দেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিটিভি হচ্ছে সব টেলিভিশন চ্যানেলের আঁতুড়ঘর। বাংলাদেশ টেলিভিশন ১৯৬৪ সালে যাত্রা শুরু করেছিল। এই উপমহাদেশে তথা সমগ্র বিশ্বে এটি প্রথম বাংলা ভাষার টিভি চ্যানেল। এখন বিটিভির চারটি চ্যানেল সম্প্রচারে আছে। আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা আরও ৬টি চ্যানেল চালু করতে যাচ্ছি।’

দেশ গঠনে ও আবহমান বাংলার সংস্কৃতি লালনের জন্য বাংলাদেশ টেলিভিশনে নানা অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে এবং বিটিভিকে আরও এগিয়ে নেওয়ার নানা পরিকল্পনা রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

এইচডি সম্প্রচারের উদ্বোধন শেষে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ