হোম > ছাপা সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের আহ্বান

পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর করার প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার দাবিতে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলায় মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শোভাযাত্রা করে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে।

হবিগঞ্জ: মঙ্গলবার দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বের করা হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পথসভার মাধ্যমে শেষ হয়। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রতির শহর। এখানে ধর্মীয় উগ্রবাদীদের কোনো স্থান নেই। যেকোনো মূল্যে জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা হবে।

সুনামগঞ্জ: জেলার মধ্যনগর ও বিশ্বম্ভরপুরে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই ধারাবাহিকতায় যুবলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মৌলভীবাজার: দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শ্রীমঙ্গল সনাতনী সমাজ। উপজেলার চৌমুহনা চত্বরে ‘সাধারণ সনাতনী সমাজ’ এর আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বিভিন্ন জায়গায় হামলা ও আগুন দেওয়ার প্রতিবাদ জানায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ