নরসিংদীর রায়পুরায় দিন দিন ভিড় বাড়ছে লেপ-তোশকের দোকানে। অগ্রহায়ণের শেষ দিকে টানা কয়েক দিনের বৃষ্টির কারণে এবার কিছুটা আগেই বাড়ছিল শীতের আমেজ। যদিও ঋতুগণনার হিসাব অনুযায়ী শীত এসেছে দুদিন আগে। এখন দিন দিন গ্রামাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। তাই প্রতিদিনই মানুষ লেপ-তোশক তৈরির জন্য কিংবা কেনার জন্য ভিড় করছেন দোকানে।
উপজেলার বিভিন্ন হাটবাজারের লেপ-তোশকের দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিক্রেতা ও কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। দোকানে দোকানে ক্রেতারা দরদাম করছেন লেপ-তোশকের। ।
কথা হয় মুছাপুর পাগলা বাজারে রিকশায় থেকে পুরোনো লেপ-তোশক নামাতে থাকা মজনু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘দিন দিন শীত বাড়ছে। বাড়ির লেপ-তোশক পুরোনো ও পাতলা হয়ে গেছে। আগের মতো শীত ঠেকাতে পারে না। তাই নতুন তুলা দিয়ে আবার লেপ-তোশক বানাতে এসেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, গত বছর যে তোশক ১৫০০-১৮০০ টাকায় কিনেছি, এবার সেটি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। লেপের দামও বেড়েছে।
পাগলা বাজারের উসমান বেড শেডের মালিক উসমান মিয়া বলেন, ‘আমি নিজেই কারিগর। এখন দম ফেলার সময় নেই। শীতের সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে। দামও বেশ ভালো পাচ্ছি।’