হোম > ছাপা সংস্করণ

সংরক্ষিত বনের গাছসহ গ্রেপ্তার ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়া উপজেলায় সংরক্ষিত বনের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাজমারা রেঞ্জের চর কালাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে আদালতের মাধ্যমে তাঁকে জেলে পাঠানো হয়। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জাহাজমারা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করে আসছিল। জামাল উদ্দিন এ ধরনের একটি চক্রের প্রধান। গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দিবসের ব্যস্ততার সুযোগে জামাল উদ্দিন তাঁর দল নিয়ে চর কালামের বনের মধ্যে গাছ কাটা শুরু করে। গোপনে সংবাদ পেয়ে জাহাজমারা রেঞ্জের চরকালাম ভিটের বনরক্ষীরা অভিযান চালিয়ে বনের মধ্যে গাছ কাটা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যান। পরে পাচারের উদ্দেশ্যে কাটা গাছ ও গাছ কাটার যন্ত্রপাতিসহ জামালকে গ্রেপ্তার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

হাতিয়া জাহাজমারা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জামাল উদ্দিনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে অনেক দিন ধরে চেষ্টা চলছিল। এ ছাড়া জাহাজমারা রেঞ্জের অধীনে গত এক বছরে বন আইনে আরও ১২টি মামলা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ