রয়্যাল ড্যানিশ অ্যাম্বাসির অর্থায়নে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক পরিচালিত অনুপ্রেরণা-২ প্রকল্পের উদ্যোগে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ অভিবাসন, ক্ষতিগ্রস্ত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে করণীয় নিয়ে এই সভা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বেলাব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাইগ্রেশন ফোরামের বেলাব উপজেলার সভাপতি মো. হাবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাপ মিয়া, পর্যবেক্ষক সদস্য ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নরসিংদী জেলার কো-অর্ডিনেটর আতিকুর রহমান নাহিদ, বেলাবর ফিল্ড অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর, মাইগ্রেশন ফোরাম বেলাব উপজেলার সহসভাপতি আছমা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. মিলন মিয়া ও সাধারণ সদস্য আলমগীর পাঠান প্রমুখ।