হোম > ছাপা সংস্করণ

ভূমি জটিলতা কাটছে মাতারবাড়ীর

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

অবশেষে কেটে যাচ্ছে কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের ভূমি অধিগ্রহণ জটিলতা। শ্রেণি জটিলতায় দীর্ঘদিন সেখানে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া আটকে ছিল। তবে সেই সমস্যার সমাধান করে শিগগিরই অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এ বিষয়ে ৬ ফেব্রুয়ারি জমির মালিকদের নোটিশ দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

নোটিশ পাওয়ার ১৫ দিন পর শুনানি শেষে ক্ষতিগ্রস্ত জমির প্রকৃত মালিকদের টাকা পরিশোধ শুরু করবে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল আমিন পারভেজ। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের অধিগ্রহণ করা জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা কেটে গেছে। মালিকদের অধিগ্রহণকৃত জমির টাকা প্রদান করা হবে। এরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির দখল বুঝিয়ে দিতে পারবে জেলা প্রশাসন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, জমির শ্রেণি পরিবর্তন হওয়ায় এখন ক্ষতিপূরণের টাকার অংক বেড়েছে ৮৭ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৯৯৬ টাকা। বাড়তি টাকা পরিশোধ করতে গত ৮ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয় কক্সবাজার জেলা প্রশাসন। চিঠি পাওয়ার পর ১৩ জানুয়ারি সেই টাকা পরিশোধ করে বন্দর কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন ১৬২ কোটি ৫৮ লাখ ১৪ হাজার ২৭১ টাকা কক্সবাজার জেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পে লবণ মাঠ হিসেবে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ পাবেন প্রকল্প এলাকার প্রায় ২ শতাধিক পরিবার।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দর থেকে অতিরিক্ত টাকা কক্সবাজার জেলা প্রশাসনের অনুকূলে দেওয়া হয়েছে। ফলে মাতারবাড়ী সমুদ্রবন্দরের জমি অধিগ্রহণের শ্রেণি নির্ধারণ নিয়ে যে জটিলতা চলছিল তার সমাধান হয়ে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ