হোম > ছাপা সংস্করণ

সংঘর্ষ আ.লীগের দুই পক্ষের

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে পান্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর গ্রুপের সঙ্গে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন গ্রুপের বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জাফর গ্রুপের সমর্থকেরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে প্রতিপক্ষকে কটূক্তি করে স্লোগান ও মহড়া দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন গ্রুপের সমর্থকেরা প্রতিপক্ষের গোপাল নামে একজনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। এ নিয়ে রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় জাফর গ্রুপের কামাল ও সুমন গ্রুপের শাজাহান নামে আরও দুজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে সুমন গ্রুপের আলীকে আটক করে পুলিশ।

সামিউর রহমান সুমন বলেন, ‘প্রতিপক্ষের ক্যাডার বাহিনী কয়েকটি মোটরসাইকেল নিয়ে অফিসের সামনে মহড়া ও কটূক্তিমূলক স্লোগান দিচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে আমার সমর্থকেরা প্রতিবাদ করেছেন মাত্র। আমার একজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। আকস্মিকভাবে কারণ ছাড়াই প্রতিপক্ষরা হামলা চালায়। এতে গোপাল নামে একজনকে হাত-পা ভেঙে গেছে। কামাল নামে আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে।'

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আলী নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ