২০২০-২০২১ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে রংপুর কর অঞ্চল। অতিরিক্ত ১৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আগের চেয়ে ৯০ কোটি টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববার রংপুর কর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে রংপুর কর অঞ্চলের কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন জানান, ২০২০-২১ অর্থবছরে রংপুর কর অঞ্চলে ৭৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আদায় হয়েছে ৭৭৯ কোটি টাকা। নতুন অর্থবছরে ৮৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর কমিশনার আরও জানান, ২০২০-২১ অর্থবছরে রংপুর কর অঞ্চলের অধীনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৮৩ হাজার ২৮৩ জন করদাতা।