রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক হাবিবুর রহমান। গতকাল শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
প্রগতিশীল শিক্ষক সমাজের কো-কনভেনার অধ্যাপক তরিকুল ইসলাম বরাবর পাঠানো চিঠিতে অধ্যাপক হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে আমি মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনর পদ থেকে পদত্যাগ করছি, যা অদ্য ১৩ নভেম্বর থেকে কার্যকর হতে হবে।’
এ বিষয়ে অধ্যাপক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’