হোম > ছাপা সংস্করণ

উজিরপুরে বোরো চাষে ভরসা নৌকা টিলার

মিজানুর রহমান রনি, উজিরপুর

উজিরপুর উপজেলায় নৌকা টিলার ব্যবহার করে জমি চাষ করছেন বিল অঞ্চলের কৃষকেরা। বিলাঞ্চলের মাটি নরম ও বারোর সময় পানিতে ডুবে থাকায় পাওয়ার টিলার কিংবা ট্রাক্টর দিয়ে চাষা করা সম্ভব না হওয়ায় নৌকা টিলার ব্যবহার করে চাষাবাদ করা হয়।

সরেজমিন পশ্চিম সাতলা গ্রামের কৃষক হুমায়ুন কবীর, বাদশাহসহ কয়েকজনকে এভাবে চাষ করতে দেখা যায়। তাঁরা জানান, দুই বছর আগে সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের জলিল মোল্লা বিলাঞ্চলের নরম মাটিতে ও পানির মধ্যে জমি চাষাবাদের এই চমৎকার উপায় বের করেন। তিনি স্থানীয় ওয়ার্কশপে একটি নৌকা টিলার নির্মাণ করেন। স্টিল বডির একটি নৌকার ওপর ডিজেলচালিত পাম্প মেশিন বসিয়ে বিশেষ কৌশলে নৌকার পেছনে লাগানো ২০টি লোহার লাঙল দিয়ে চাষাবাদ করা হয় বলেই স্থানীয়ভাবে এ যন্ত্রের নাম দেওয়া হয়েছে নৌকা টিলার।

কৃষকদের থেকে জানা যায়, প্রথম বছরেই জলিল মোল্লার নৌকা টিলার সারা ফেলে দেয়। এরপর উজিরপুরের বিলাঞ্চলে অনেক নৌকা টিলার বানানো হয়েছে।

জলিল মোল্লা বলেন, ‘একটি নৌকা টিলার বানাতে আমার খরচ পড়ে ৬৫ হাজার টাকা। প্রতি বিঘা জমি চাষাবাদের জন্য চাষিদের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিটি নৌকা টিলারের দুজন চালক, জ্বালানি খরচসহ অন্যান্য খরচ মিটিয়ে প্রতিদিন লাভ হচ্ছে প্রায় তিন হাজার টাকা।’

সাতলা ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, ‘জলিল মোল্লা সুন্দর একটি পদ্ধতি বের করেছেন। এতে বোরো চাষিদের অনেক উপকার হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ