নতুন বছরে চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন ও চারটি প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। আজ রোববার এসব প্রকল্পের কাজ উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।
নগরীর আগ্রাবাদের বারিক বিল্ডিং এলাকায় কর্ণফুলীর নদীর পাড়ে ১ নম্বর জেটি এলাকায় নির্মিত সার্ভিস জেটি উদ্বোধন হবে। এ ছাড়া বন্দরে নতুন যুক্ত কান্ডারি-৬ টাগবোট ও নিউ মুরিং ওভারফ্লো ইয়ার্ডসহ স্পোর্টস কমপ্লেক্স এলাকায় নবনির্মিত সুইমিংপুল, বাস্কেটবল ও টেনিসকোর্ট উদ্বোধন করবেন মন্ত্রী। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সার্ভিস জেটি নির্মাণে বন্দরের ৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে। নতুন জেটি ও ইয়ার্ড বন্দরের সক্ষমতা আরও এক ধাপ বাড়াবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন চৌধুরী।