সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ধাওয়া খেয়ে কুশিয়ারা নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ বৃদ্ধ তাজউদ্দিনের (৬৫) লাশ পাওয়া গেছে ঘটনার দুই দিন পর। গতকাল শুক্রবার সকালে কুশিয়ার নদীর বাগময়নায় ভাসমান লাশটি দেখতে পান স্থানীয়রা।
তাজউদ্দিনের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর পাড়ে পুরাতন লঞ্চঘাটে বসে জুয়া খেলছিলেন কয়েকজন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর ছেড়ে চার ব্যক্তি কুশিয়ারা
নদীতে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে দুজন সাঁতারে পাড়ে ওঠেন এবং একজনকে নদী থেকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন তাজউদ্দিন। দুই দিন ধরে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন তাঁর খোঁজে অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেননি।