হোম > ছাপা সংস্করণ

ধুঁকছে কমিউনিটি ক্লিনিক

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া

আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নির্মাণ করা হয় ২২টি কমিউনিটি ক্লিনিক। এগুলোর বেশির ভাগ এখন ঝুঁকিপূর্ণ।

২২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১২টিতেই নেই বিদ্যুৎ ও গভীর নলকূপ। কয়েকটি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ আছে আবার কয়েকটিতে নেই গভীর নলকূপ। বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকের দরজা-জানালা নেই। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। কোনো কোনোটার দেয়াল ও মেঝে দেবে গেছে।

জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২২টি কমিউনিটি ক্লিনিক প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন স্বাস্থ্যসেবা দিচ্ছে। এই স্বাস্থ্যকেন্দ্রের কারণে প্রত্যন্ত এলাকার মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কিংবা ওষুধের জন্য যেতে হয় না। এই কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার না করায় এখন বেহাল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তাজ তানিয়া বলেন, ‘আমার ক্লিনিকটি প্রায় ১০ বছর জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ক্লিনিকে বিদ্যুৎ ও গভীর নলকূপ নেই। দরজা-জানালা ভেঙে পড়েছে অনেক আগেই। প্রতিদিন ঝুঁকি নিয়ে আমি এই জরাজীর্ণ ক্লিনিকে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।’

স্বাস্থ্যসেবা নিতে আসা চাঁদত্রিশিরা গ্রামের আমিরন বেগম, শিমু বেগম ও রুস্তুম মৃধা জানান, কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। কিন্তু ভবনের অবস্থা এতটাই খারাপ যে সব সময় আতঙ্কে থাকতে হয়।

যেসব কমিউনিটি ক্লিনিকে গভীর নলকূপ ও বিদ্যুৎ সরবরাহ নেই, তাদের মধ্যে রয়েছে পূর্ব গোয়াইল কমিউনিটি ক্লিনিক, রাজিহার কমিউনিটি ক্লিনিক, ফুল্লশ্রী, মধ্য বাকাল, কোদালধোয়া, স্বরবাড়ি, চাঁদত্রিশিরা, ভদ্রপাড়া, বারপাইকা, বেলুহার, ছয়গ্রাম এবং দত্তেরাবাদ কমিউনিটি ক্লিনিক।

সেরাল ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে আসা সেরাল, টেমার, মুড়িহারসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা নুর জাহান বেগম, মঞ্জু বেগম, রিজিয়া বেগম, খাইরুন বেগম বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করা হয়েছে ঠিকই কিন্তু ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণ সমন্বিত স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা সেবা পাচ্ছেন। আমাদের উপজেলার বেশ কিছু কমিউনিটি ক্লিনিকের অবস্থা খুবই খারাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার কাজ শুরু করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ