পাবনা প্রতিনিধি
পাবনা সদরের জুটপট্টি এলাকার একটি মিনি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কারখানার মালিক ফয়সাল কবির নানক। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির হোসেন বলেন, এলাকাবাসী ফোন করে জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।