সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রুবেল আহমেদ নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে লুৎফর রহমান ও তাঁর বাবা লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। লুৎফর রহমানকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে এবং লাল মিয়াকে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে তাঁদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজি বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে রুবেলের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর রুবেল মারা যান। এ ঘটনায় ওই যুবকের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে সন্ধ্যায় সখীপুর থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের বাড়ির পাশের একটি জমি লুৎফরের বাবা লাল মিয়া পাশের গ্রামের মোন্তাজ আলীর কাছে বিক্রি করেন। ওই জমিতে মোন্তাজ আলী ঘর তুলতে গেলে রুবেল ও তাঁর পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশও হয়েছে। গতকাল ওই জমিতে মোন্তাজ আলী পুনরায় ঘর তুলতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে রুবেল অচেতন হয়ে মাটিতে পড়ে যান।। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, গতকাল শনিবার সকালে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মামলার প্রধান আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।