‘খুলনায় ইউপি নির্বাচনে আমিই প্রথম তৃতীয় লিঙ্গের হয়ে বিজয়ী হয়েছি। বিজয়ী হয়ে খুবই ভালো লাগছে। আমি আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সব সময়ই গরিব, দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব।’ কথাগুলো বলেছেন খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হিজড়া সম্প্রদায়ের (তৃতীয় লিঙ্গ) শাহিদা বিবি (৪৩)।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি প্রার্থিতা নিয়ে আসব। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি মাগুরাঘোনা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হন।
চারজন মহিলা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শাহিদা মাইক প্রতীক নিয়ে ২ হাজার ৭৪০ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলা বেগম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। ডুমুরিয়ার ৬ নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, মানুষের ভালোবাসা আমাকে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে। আগে থেকেই মানুষের জন্য কাজ করতাম।
জনগণের পাশে দাঁড়ানোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের অফুরন্ত ভালোবাসায় বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছে। এখন জনগণের জন্য কিছু করতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। শাহিদা বলেন, সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সব ভোটারদের কাছে আমি ঋণী। একই সঙ্গে ভোটের দিন মুক্তা মনিসহ বিভিন্ন এলাকা থেকে ৭-৮ জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরও অসংখ্য ধন্যবাদ। সবার সহযোগিতায় জনগণের পাশে থেকে কাজ করে যাব।
তৃতীয় লিঙ্গের ভোটার মুক্তা মণি বলেন, শাহিদা বিবি নির্বাচিত হওয়ায় আমরা খুশি।