হোম > ছাপা সংস্করণ

ইভ্যালিতে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ আত্মসাতের অভিযোগে কারাবন্দী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিতর্কিত ই-কমার্স সাইট ইভ্যালির গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা। তাঁরা বলছেন, রাসেল মুক্তি না পেলে ইভ্যালিতে আটকে পড়া টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

একই আদালতের গঠন করা ইভ্যালির ব্যবস্থাপনা পর্ষদ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের দাবিও জানিয়েছেন গ্রাহক ও সরবরাহকারীরা। দ্রুত এসব দাবি পূরণ না হলে তাঁরা গণ-অনশন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ কর্মসূচিতে ইভ্যালির ২০ হাজারের বেশি গ্রাহক অংশ নেবেন বলে দাবি করেছেন তাঁরা।

রাসেল ও শামীমার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বিচারপতি মানিকের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে গতকালের মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ই-কমার্স সম্পর্কে কিছুই জানেন না। উল্টো তিনি ইভ্যালি নিয়ে ভিত্তিহীন মন্তব্য করছেন। অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে ইভ্যালির দায়িত্ব থেকে অপসারণ করে অন্য কাউকে এই পদে নিয়ে আনার অনুরোধ জানান গ্রাহকেরা।

মোহাম্মদ আসিফ নামে এক গ্রাহক বলেন, রাসেল মুক্তি না পেলে আমাদের টাকা ফেরত পাওয়ার কোনো আশা নাই। ইভ্যালি অবসায়নের চেষ্টা চলতেছে। এটা না করে তাদের ব্যবসা করার সুযোগ দিতে হবে। তবেই আমরা আমাদের টাকা ফেরত পাব।

ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টদের সমন্বয়কারী সাকিব হাসান বলেন, ইভ্যালিকে বাঁচাতে হলে বিচারপতি মানিকের অপসারণ দরকার। রাসেলকে মুক্তি দিয়ে ইভ্যালিকে ব্যবসা করার সুযোগ না দিলে খুব শিগগিরই গণ-অনশনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে সাকিব বলেন, ইভ্যালির ২০ হাজারের বেশি গ্রাহক এতে অংশ নেবেন।

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমা গ্রেপ্তার হন। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এই দম্পতির মুক্তি এবং ইভ্যালিকে ব্যবসা করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একাংশ। গতকাল টানা ১১তম সপ্তাহের মতো এ কর্মসূচি পালন করেন তাঁরা।

রাসেলকে গ্রেপ্তারের পর গত ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেন আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ