শীতকালে নাক বন্ধের অন্যতম সাধারণ কারণ অ্যালার্জিক রাইনাইটিস। এটি নাকের একধরনের প্রদাহ, যাতে শরীরের অ্যালার্জি প্রক্রিয়া বেড়ে নাক বন্ধ হয়ে যায় এবং নাক দিয়ে পানিজাতীয় পদার্থ বের হয়। অ্যালার্জেন বা অ্যালার্জি ঘটায় এমন উপাদানগুলোর মধ্যে রয়েছে শীতের শুষ্ক বাতাস, পলেন বা পরাগরেণু, ধুলোবালু, প্রাণীর লোম, খুশকি ইত্যাদি।
লক্ষণ
রাইনাইটিসের লক্ষণ বা উপসর্গগুলো হচ্ছে–
যে কারণে হয়—
প্রতিরোধ
রাইনাইটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে—
চিকিৎসা
ওষুধ সেবন বা ঘরোয়া পদ্ধতির মাধ্যমেও চিকিৎসা করা যায়। অ্যান্টি-হিস্টামিনজাতীয় ওষুধ, চোখের ড্রপ, নাকের স্প্রে ইত্যাদির মাধ্যমে রাইনাইটিসের চিকিৎসা করা হয়।
সাধারণত ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার জন্য লবণ-পানির মিশ্রণ নাকের ভেতরে প্রবেশ করানো, উষ্ণ জলের বাষ্প তৈরি করে তার ওপর শ্বাস নেওয়া, কুসুম গরম পানিতে লবণ দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে। তবে এ ধরনের কোনো পদ্ধতি গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়