হোম > ছাপা সংস্করণ

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক গৃহবধূ গত শুক্রবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলার তিন আসামিকে গত শনিবার রাতে সদর উপজেলার পণ্ডিতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আসলাম (২০), মো. রাব্বি (১৯) ও মো. রায়হান (২১)। তাঁরা পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আসলাম, রাব্বি ও রায়হান বাড়ির দেয়াল টপকে ওই গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকেন। এরপর রায়হান তাঁর মোবাইল ফোনে ওই গৃহবধূ ও তাঁর স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে ওই তিনজন ওই দম্পতির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এরপর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই তিনজন আবার গৃহবধূর ঘরে ঢোকেন। পরে বাড়ির পাশে নিয়ে তাঁকে দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় জয়পুরহাট থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার জানতে চাইলে ওসি একেএম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকারও করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ