ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের সাইদুল মৃধা ও সোহেল নামে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেন নিখোঁজ দুই যুবকের পরিবার, এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় নিখোঁজ সাইদুল ও সোহেলের সন্ধান এবং মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনকারীরা।
দীর্ঘ ছয় মাস ধরে ওই দুই যুবক নিখোঁজ রয়েছেন।
সাইদুলের বাবা বাবুল মৃধা ও মা রাজিয়া বেগম জানান, সাইদুল ও প্রতিবেশী সোহেলকে গত ২০ এপ্রিল সুতারপাড়ার চঞ্চল মোল্লা ও সাজ্জাত মোল্লা কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। তাঁদের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা গত ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দোহার আমলি আদালতে সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামি করে মামলা করেন সাইদুলের মা। পরে আদালতের নির্দেশে দোহার থানায় মামলা রেকর্ড হয়। কিন্তু এখনো নিখোঁজ দুই যুবককে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।