গাইবান্ধার সাঘাটায় ৫ নম্বর কচুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বামী–স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ।
তাঁরা হলেন বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী লিয়াকত আলী খন্দকার ও তাঁর স্ত্রী সালেহা বেগম।
জানা যায়, উপজেলার ৫ নম্বর কচুয়া ইউনিয়নে লিয়াকত আলী খন্দকার আওয়ামী লীগের প্রার্থীর কাছে এর আগে পরপর তিনবার হেরে যান। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন আরও দুইজন প্রার্থী। এটিকে বিএনপির ওই (স্বতন্ত্র) প্রার্থী ভোটের মাঠে সুবিধা হিসেবে দেখছেন।