হোম > ছাপা সংস্করণ

ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার আলী আকন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার বিকেলে উপজেলার একটি গ্রামে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালান আনসার আলী আকন। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা শুক্রবার সন্ধ্যায় আনসার আলীকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ নিজ গ্রাম থেকে আনসারকে গ্রেপ্তার করে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিসহ জবানবন্দি দেওয়ার জন্য ভুক্তভোগীকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়।

ওসি জানান, গ্রেপ্তার আনসার আলীর বিরুদ্ধে এলাকায় এ ধরনের আরও অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ