পটুয়াখালীতে শহরের সবুজবাগ প্রথম লেনে বান্না মেডিকেল ও মুদির দোকানে হামলার ঘটনায় কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বান্না মেডিকেল ও মুদি দোকানের মালিক মো. হারুন সিকদার বলেন, ‘রাতে কিছু বুঝে ওঠার আগেই কিশোর গ্যাং এর সদস্য আমার দোকানে হামলা করে। এ সময় কিশোর গ্যাং এর প্রধানের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ইতিমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলা দায়েরের পরে দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।’