হোম > ছাপা সংস্করণ

ভোটার তালিকায় ভুল ১৩ জনের বিরুদ্ধে মামলা

উজিরপুর প্রতিনিধি

উজিরপুর মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে ভোটার তালিকায় অসংগতির অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার উজিরপুর সহকারী জজ আদালতে অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান ও হেলেনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

মামলার অন্যান্য বিবাদীরা হলেন, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন, অভিভাবক সদস্য রুহুল আমিনসহ ১৩ জন।

মামলার বরাতে আইনজীবী আজাদ রহমান জানান, গত ১১ নভেম্বর প্রিসাইডিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত তফসিলে ১১১৪ নম্বর ভোটার মো. মনিরুজ্জামানের ছেলের অভিভাবক হিসেবে দেখানো হলেও তাঁর ছেলেই নেই। তাকে ভোটার করা হয়েছে। রফিকুল ইসলাম তোতার পুত্রকে ২য় ও ৩য় শ্রেণিতে অধ্যয়নরত দেখিয়ে দুইবার অর্থাৎ তালিকার ৩৬ ও ৪৮ নম্বর ভোটার করা হয়েছে। ১২৬ ও ১৩৬ নম্বর ভোটার হিসেবে নাম আছে মো. আবুল কালামের, তাঁর কন্যা নুসরাত জাহান অমিকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রী দেখানো হয়েছে। এ ছাড়া ১,৫, ১৬,২৯ ও ১১৫ নম্বর ভোটার ও শিক্ষার্থীদের নাম-ঠিকানা সঠিক নয়। তফসিলে মনোনয়ন প্রত্যাহারের ১০ দিনের মধ্যে নির্বাচনের দিন ধার্য করেছেন। যা বিধিমালার পরিপন্থী। তাই খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা এবং নির্বাচনী তফসিল অবৈধ ও বেআইনি দাবি করে মামলাটি দায়ের করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম অভিযোগ বিষয়ে বলেন, ‘ভোটার তালিকা দেখার দায়িত্ব আমার না। আগে যারা কমিটিতে ছিলেন তাঁরা এটা করেছে। এখন আদালত মামলাটি আমলে নিয়ে আমাকে যে নির্দেশ দেবেন সে অনুযায়ী কাজ করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ