নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্লাস্টিক মুক্ত সপ্তাহ চ্যালেঞ্জ কর্মসূচি পালন করা হয়েছে। সুইডিশ অ্যালামনাই ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। পরে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে র্যালি ও আলোচনা সভারও আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, কর্মসূচির ক্যাম্পাস ফোকাল পয়েন্ট ও এসিসিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ মিঞা, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন।