১. পদ্মা সেতু নির্মাণে যাঁরা জমি দিয়েছেন, সরকার তাঁদের পুনর্বাসনের জন্য কী করেছে?
উত্তর: পদ্মা সেতুর দুই পারে গড়ে তোলা ৭টি পুনর্বাসন কেন্দ্রে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা।
২. পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রগুলোতে কী কী সুবিধা রাখা হয়েছে?
উত্তর: সড়ক, পয়োনিষ্কাশন-নালা, পানি সরবরাহ, শিক্ষা ও চিকিৎসা।
৩. ‘পদ্মা সেতু জাদুঘর’ নির্মিত হবে কোথায়?
উত্তর: ফরিদপুরের ভাঙ্গার একটি উপযুক্ত স্থানে।
৪. ‘পদ্মা সেতু জাদুঘর’ নির্মাণের জন্য আনুমানিক কত অর্থ ব্যয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে?
উত্তর: ১০ হাজার ৮৫৫ দশমিক ৬০ কোটি টাকার।
৫. পদ্মা সেতু জাদুঘরে কী কী উপকরণ থাকবে?
উত্তর: সেতু নির্মাণে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম।
৬. পদ্মা সেতুর জাজিরা ও মাওয়া পুনর্বাসন কেন্দ্রে স্থান পাওয়া পরিবারের সংখ্যা কত?
উত্তর: ৩ হাজার ১১টি।
৭. পদ্মা সেতুতে জমিদাতাদের যথাক্রমে কী পরিমাণ জমির প্লট দেওয়া হয়েছে?
উত্তর: আড়াই, পাঁচ ও সাড়ে সাত শতাংশ করে।
৮. পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত পরিবারের সন্তানদের শিক্ষার জন্য কী ব্যবস্থা রাখা হয়েছে?
উত্তর: খেলার মাঠ ও শিক্ষার সব ধরনের সুবিধাসহ ৭টি প্রাথমিক বিদ্যালয়।
৯. পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্যসেবা কেন্দ্র চলমান রয়েছে কয়টি?
উত্তর: ৫টি।
১০. পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রে দ্বিতল ‘পদ্মা জামে মসজিদে’র সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।
১১. পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণের বিনিময়ে সরকার জমিদাতাদের কী দিয়েছে?
উত্তর: টাকা ও পুনর্বাসন কেন্দ্রে প্লট।
১২. পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক বাতি জ্বালানো হয় কোথায়?
উত্তর: শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে।
১৩. পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট মোট কয়টি?
উত্তর: ৪১৫টি।
১৪. পদ্মা সেতুর ল্যাম্পপোস্টগুলো আলোকিত করবে কতটা দূরত্ব?
উত্তর: ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর দূরত্ব।
১৫. পদ্মার মূল সেতুতে ল্যাম্পপোস্টের সংখ্যা কত?
উত্তর: ৩২৮টি।
১৬. পদ্মা সেতুতে ৪৬টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে কোথায়?
উত্তর: জাজিরা প্রান্তের উড়ালপথে।
১৭. পদ্মা সেতুতে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে কোথায়?
উত্তর: মাওয়া প্রান্তে।
১৮. পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে অর্থ ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: ১২ হাজার কোটি টাকা (প্রায়)।
১৯. পদ্মা সেতু নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ পড়েছে কত?
উত্তর: ২ হাজার কোটি টাকা প্রায়।
২০. প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে কোন সিদ্ধান্তে অটল ছিলেন?
উত্তর: নিজস্ব তহবিলের।
লেখক: সাবেক সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।