২১ মাস পর খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। গতকাল রোববার থেকে সকাল ও দুপুরের খাবার সরবরাহ করা হবে। টিএসসিসির উপরেজিস্ট্রার সুদেব কুমার দেবু এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ জানায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় খাবারের রেট আগের থেকে অল্প কিছু বেড়েছে। সকালের নাশতা হিসেবে ছিল খিচুড়ি, রুটি/পরোটা, ডিম ভাজি, সবজি অথবা ভর্তা। দুপুরে ছিল দুই ধরনের মাছ ও মুরগি, ডিম এবং গরুর মাংস।
ডাইনিং ম্যানেজার আরিফুল ইসলাম কলম বলেন, দীর্ঘ ২১ মাস পর কর্তৃপক্ষ ক্যাফেটেরিয়া খোলার নির্দেশ দিয়েছে। আমাদের জন্য এটা ছিল আনন্দদায়ক। সকালে শিক্ষার্থীদের নাশতা সরবরাহ করেছি। দুপুরে রুই মাছ, পল্টি মুরগি, ডিম এবং গরুর মাংস রান্না করা হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাফেটেরিয়া এসেছেন।