ঢাকার সাভারের বিরুলিয়ায় পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির দুই পায়েরই রগ কাটা ছিল। এ ছাড়া বাম হাতের অনামিকা আঙুলের অর্ধেক পাওয়া যায়নি। হাতের আঙুলের ছাপ থেকে ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল সোমবার উপজেলার বিরুলিয়ার বোমকা এলাকায় সকাল ৮টার দিকে যুবকের লাশটি দেখতে পায় পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানা-পুলিশ ও পিবিআই-এর ক্রাইম সিন ইউনিট।
নিহত ব্যক্তির নাম মো. আলম সোনার (৩০)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার তিন দিঘীহাটের শৌলা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। আলম সাভারের থানা রোড এলাকায় বসবাস করতেন। তিনি পানের দোকানদার ছিলেন বলে জানা গেছে।
ঢাকা জেলা পিবিআই-এর উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, লাশটি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে রোববার রাত ১২টার পরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। লাশের বাম হাতের অনামিকার অর্ধেক অংশ পুরোপুরি বিচ্ছিন্ন, সে অংশ খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া দুই পায়েরই রগ কাটা। লাশের কাছ থেকে একটি ক্রিকেট স্ট্যাম্প পাওয়া গেছে। তবে ধারালো অস্ত্র পাওয়া যায়নি।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।