রাঙামাটির জুরাছড়িতে বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গতকাল মঙ্গলবার যক্ষ্মা বাজারের হাটে ছিল না বেচাকেনা। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মতো ভোগান্তিতে পড়েছেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও চাকরিজীবী এবং পথচারী।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. কামরুজ্জামান জুয়েল বলেন, নিম্নচাপের বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগ দেখা দিতে পারে। ঠান্ডাজনিত কাশি ও জ্বর এড়াতে শিশু ও বৃদ্ধদের বৃষ্টিতে না ভিজার পরামর্শ দেন তিনি।
এদিকে নিম্ন চাপে বৃষ্টিপাতের কারণে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কোনো কার্যালয়ে ইন্টারনেটে কাজ করা যাচ্ছে না।