নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার মুসল্লিদের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন। গতকাল শুক্রবার শহরের আমলাপাড়া বড় মসজিদে জুমার নামাজে ইমাম ও মুসল্লিদের কাছে অনুমতি নিয়ে তিনি দোয়া প্রার্থনা করেন।
এ সময় তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি আপনাদের পাশে দীর্ঘদিন ধরে আছি। আপনারা সবাই আমাকে চেনেন। আমি বিএনপি করি, দল আমাকে প্রতীক দেয়নি। তবে দলের সবাই আমার পাশে আছে। আপনারা সকলেই আমার আপনজন। আমি আপনাদের কাছে নারায়ণগঞ্জের উন্নয়ন করার সুযোগ চাই। যদি আপনারা আমাকে সুযোগ দেন, তাহলে আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করব।’
একই দিন বিকেলে শহরের তল্লা জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তৈমূর আলম একই বক্তব্য রাখেন। নামাজ শেষে উভয় মসজিদেই মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও স্থানীয় পঞ্চায়েত কমিটির লোকজন উপস্থিত ছিলেন।