চাঁদপুরের মতলব উত্তরে ‘মো. গিয়াস উদ্দিন মাস্টার প্রীতি ক্রিকেট ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ওটার চর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা হয়।
প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবুল হোসেন ভূঁইয়া, মরহুম দেওয়ান আব্দুল খালেক মাস্টার, মরহুম আব্দুল করিম মাস্টার, মরহুম মমিনুল হক মাস্টারের স্মরণে এই এই খেলা হয়। এতে ওটার চর নাইট রাইডার্স বনাম ওটার চর ওয়ারিয়র্স অংশগ্রহণ করে।
খেলার আয়োজনে সার্বিক সহযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হক সুমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের দলনেতার হাতে পুরস্কার তুলে দেন।