কয়রায় বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে। আটক ব্যক্তি হলেন কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের তৈয়বুর রহমান গাজীর পুত্র এনামুল হক (২৬)।
জানা গেছে গতকাল ভোর ৫টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন ও আংটিহারা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার প্রনজিত বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জোড়শিং বাজারের পার্শ্ববর্তী বেড়িবাঁধের ওপর থেকে মাংসসহ তাকে আটক করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। উদ্ধার করা মাংস উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এদিকে গত সপ্তাহে কয়রায় হরিণ শিকারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। উপজেলার শিবসা নদীতে অভিযান চালিয়ে মোসলেম মাঝি (৪৭) ও শফিকুল ঢালীকে (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন খুলনা রেঞ্জের আওতাধীন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে শিবসা নদীতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় হরিণ শিকারিরা বিষয়টি জানতে পেরে হরিণের মাংস নদীতে ফেলে দেন। তাৎক্ষণিক বন বিভাগ তাঁদের নৌকা তল্লাশি করে হরিণের মাংস মাপার মিটার ও রক্তসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।