হোম > ছাপা সংস্করণ

আচরণবিধি জানেন না প্রার্থী!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছেন না কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা। তাঁর বিরুদ্ধে ভোটারদের আকৃষ্ট করতে ভূরিভোজের আয়োজন, বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের হুমকি ও প্রচারে বাধা; বিদ্যুতের খুঁটি, ঘরের দেয়াল, গাছ ও সরকারি ভবনে পোস্টার লাগানো এবং মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘন করছে না বলে দাবি করেন অভিযুক্ত কামরুজ্জামান মান্নান।

গতকাল রোববার বিকেলে পান্টি ইউনিয়নের রামনগর এলাকায় গিয়ে জানা যায়, শনিবার রাতে নৌকা প্রার্থী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোটারদের আকৃষ্ট করতে ভূরিভোজের আয়োজন করেন। রাতে সেখানে কয়েকশত নেতা-কর্মী ও সমর্থক এবং তিনি নিজেও উপস্থিত ছিলেন।

পান্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোয়ার্দার পাড়ায় গিয়ে জানা গেছে, নৌকার সমর্থকেরা রোববার সকাল সাড়ে ১০টার দিকে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সদস্য প্রার্থী রবিউল ইসলামকে প্রচারে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করেন। মার্কা প্রতীকে সদস্য প্রার্থী রবিউল বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে জোয়ার্দার পাড়ায় ভোট চাইতে গিয়েছিলাম। সেসময় নৌকার ৫ থেকে ৭ জন সমর্থক রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেয় এবং ভোট চাওয়ায় বাধা সৃষ্টি করে। বিষয়টি বর্তমান চেয়ারম্যানকে জানানো হয়েছে।’

অভিযুক্ত কামরুজ্জামান মান্নান বলেন, ‘মিছিল করে আমার লোকজন একটু খিচুড়ি খাওয়া–দাওয়া করেছে। এ আবার আচরণবিধি লঙ্ঘন করে নাকি। সারা দেশে এমনই হচ্ছে। আমি আচরণবিধি-টিধি জানি না।’

এ বিষয়ে পান্টি ইউনিয়নের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ভূরিভোজের আয়োজন করা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন করে। আচরণবিধি জানার জন্য প্রার্থীদের নির্দেশিকা দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ