হোম > ছাপা সংস্করণ

ঝিনাইদহ ছাড়ল আনসারদের সাইক্লিং দল

ঝিনাইদহ প্রতিনিধি

পঞ্চগড় থেকে শুরু হওয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং দলের শোভাযাত্রাটি গত শনিবার বিকেলে ঝিনাইদহ পৌঁছায়। গতকাল রোববার সকালে সাইক্লিং দলের সদস্যরা ঝিনাইদহ ছেড়েছেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গত বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সাইক্লিং শোভাযাত্রা শুরু করে।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড় থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং দলের ২৭ জন (ছেলে ও মেয়ে) শোভাযাত্রাটি শুরু করেন। শনিবার ঝিনাইদহে এসে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. আশিকুজ্জামান। সাইক্লিং শোভাযাত্রার নেতৃত্বে আছেন আনসার ও ভিডিপির এডি (স্ফোর্স) মো. রায়হান উদ্দিন ফকির। পরে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয় আনসার কার্যালয় মাঠ প্রাঙ্গণে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কর্মকর্তা মো. ফরহাদ হোসেনসহ জেলার ৬টি উপজেলা কর্মকর্তাসহ আনসার ও ভিডিপির সদস্যরা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ১২ ডিসেম্বর কক্সবাজার গিয়ে শেষ হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ