মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেছেন, সব প্রার্থীকে আচরণবিধি মানতে হবে। আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
আশরাফুল আলম বলেন, ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে। নির্বাচনের দিন কাউকে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা সমস্যা ও আচরণ বিধিমালা প্রতিপালন, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, কেউ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৮ নভেম্বর উপজেলার ৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এখানে চেয়ারম্যান পদে ৫৪, সদস্য পদে ৩৬৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন প্রার্থী রয়েছেন।